AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ওরস’কে কেন্দ্র করে মদ-গাঁজার আসর বসানোর পায়তারার অভিযোগ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৬ - ২০১৯ | ৯: ৩৯ অপরাহ্ণ

প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ধলীপাড়া (শেখপাড়া) গ্রামের ভূবন শাহ’র মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনা, মদ ও জুয়ার আসর বসানোর পায়তারা অভিযোগে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাব-৯ সিলেটের অধিনায়ক বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। ধলীপাড়া (শেখপাড়া) গ্রামের নূর মিয়া, আম্বিয়া বেগম, শাহিন মিয়া ও লাল মিয়ার বিরুদ্ধে গত রবিবার এই পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন একই গ্রামের আব্দুন নুর। স্মারকলিপিতে এলাকার শতাধিক লোকের স্বাক্ষর রয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- অভিযুক্ত নুর মিয়া বাড়ির পাশেই পুরান রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও ভূবনশাহ’র মাজার অবস্থিত। অভিযুক্তদের বাড়ির বসত ঘরে প্রকাশ্যে নাচ-গান ও মাদক সেবন-বিক্রয় সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এমনকি তাদের বাড়ির পার্শ্ববর্তি মসজিদে প্রতি বছর রমজান মাসে ক্বেরাত প্রশিক্ষণ ও বার্ষিক ওয়াজ মাহফিলের সময়েও এসব অসামাজিক কার্যকলাপ চলে। সম্প্রতি ভূবন শাহ’র মাজারে ওরসকে কেন্দ্র করে অভিযুক্তরা গান-বাজনা, মদ ও জুয়ার আসর বসানোর পায়তারা করছেন। এসব কর্মকান্ডে গ্রামের পঞ্চায়েত ও এলাকাবাসী বাঁধা-নিষেধ করলে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন অভিযুক্তরা। ফলে গ্রামের নিরীহ লোকজন আতংকে রয়েছেন। এনিয়ে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। এব্যাপারে গত ২৫ এপ্রিল আব্দুন নুর বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করলে অভিযুক্ত নুর মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন না করায় তারা আরও বেপোরোয়া হয়ে উঠেন। তাই বিষয়টি বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপিতে আবেদন জানানো হয়।

আরো সংবাদ