বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামে মদিনাতুল উলুম মাদ্রাসা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৫জুলাই) বিকেলে বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক বরুণার পীর প্রধান অতিথি হিসেবে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল ইসলাম মৌজপুরী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, মসজিদের ভূমি দাতা যুক্তরাজ্য প্রবাসী হাজী নোয়াব আলী, গ্রামের মুরব্বি হাজী হিরণ মিয়া, হাজী আব্দুল মান্নান মোতায়াল্লী, আব্দুল মান্নান মেম্বার, ব্যবসায়ী হাজী আব্দুল হক, মাহবুবুর রহমান লিলু, হাজী আব্দুল মুতলিব, হাজী গৌছ আলী, আব্দুর রহমান, হাজী আব্বাস খান, হাজী ফিরোজ খান, সিরাজ খান, লিয়াকত আলী, কুদরত আলী, অলিউর রহমান, হাজী মছদ্দর আলী, হাজী আব্দুল আহাদ, তোয়াব আলী, হাজী আব্দুস সালাম, আছাব আলী, মাদ্রাসার মুহতামিম মাওলানা লুকমান খান, প্রবাসী জালাল আহমদ, কয়েস আহমদ, হাজী সালাতুর রহমান, হাজী আব্দুল ওয়াহিদ প্রমুখ সহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মাদ্রাসার হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।