Search
Close this search box.

বালাগঞ্জে আন-নূর মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

Facebook
Twitter
WhatsApp

pic 11.07.2019 2বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার গহরপুর চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও পুরস্কার বিতরণ করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদরাসার শিক্ষক হাফিজ মুফতি সালেহ আহমদ মক্কী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।
মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান, মাওলানা আল আমিন, মাওলানা শামছুল ইসলাম, মো জুনাব আলী, আশিক আলী, মুক্তার আলী, মাছুম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সব শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহিবুর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত