বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্ব জনসংখ্যা দিবসে বৃহম্পতিবার বিশ্বনাথ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমীরেন্দ্র কুমার তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত) ডাক্তার নজরুল ইসলাম। বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারী শিরিয়া বেগম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নিাজম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী জাহান, পরিবার পরিকল্পনা সহকারী বিধান রায়, আজমান আলী প্রমুখ।
সভা শেষে ৫ ক্যাটাগরিতে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতিতে পুরস্কার লাভ করেন পরিবার কল্যাণ সহকারী ঝর্ণা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জাহির আহমদ, পরিবার কল্যাণ পরিদর্শক রিনা বালা দেব, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র (লামকাজি), দৌলতপুর ইউনিয়ন।