বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিনের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। ৫ম বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় গত ৩মার্চ মিছবাহ উদ্দিন সহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী বিশ্বনাথে ৯ বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার করা হয়। এই ৯ জনের মধ্যে শুধুমাত্র মিছবাহ উদ্দিনের বহিস্কারাদেশ আজ সোমবার (৮জুলাই) প্রত্যাহার করা হয়েছে বলে বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম-কে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
তিনি জানান- দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে মিছবাহ উদ্দিনের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দলের চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদী লুনা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানিয়েছেন কলচেষ্ঠার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন।