Search
Close this search box.

সিলেট শহর থেকে বিশ্বনাথের রফিকুল ইসলাম নিখোঁজ

Facebook
Twitter
WhatsApp

নিখোঁজবিশ্বনাথনিউজ২৪ :: সিলেট শহরের আম্বরখানা থেকে রফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার টিমাইঘর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র। গত ৪ জুলাই বিকেলে থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এব্যাপার রফিকুল ইসলামের স্ত্রী শেফা বেগম এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ২২০, তাং- ০৬/০৭/২০১৯ইং।
শেফা বেগম জানান- তিনি ও তার স্বামী রফিকুল ইসলাম দত্তক এক ছেলেকে নিয়ে এয়ারপোর্ট থানার কুরবানটিলা এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন এবং সেখানে তার স্বামীর একটি রিক্সার গ্যারেজ রয়েছে। স্বামীর গ্যারেজ ব্যবসার পাশাপাশি জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হিসাব রক্ষক হিসেবে চাকুরী করছেন শেফা বেগম। গত ৪ জুলাই বেলা আড়াইটায় ঋণ পরিশোধের জন্য স্ত্রী শেফা বেগমের ব্যবহৃত কিছু স্বর্ণালংকার বিক্রয় করতে আম্বরখানা পয়েন্ট ভিউ মার্কেটস্থ নিহা জুয়েলার্স নামক একটি স্বর্ণের দোকানে যান রফিকুল ইসলাম। বেলা ৩টায় মোবাইল ফোনের মাধ্যমে রফিকুল ইসলামের সাথে শেফা বেগমের কথা হয়। এসময় রফিকুল ইসলাম তার স্ত্রীকে জানান তিনি আম্বরখানায় রয়েছেন, কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরবেন। এরপর থেকে তার (রফিক) ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। মোবাইল ফোনে চার্জ নেই তাই বন্ধ রয়েছে ভেবে বৃহস্পতিবার রাত পর্যন্ত স্বামীর জন্য অপেক্ষা করেন শেফা বেগম। কিন্ত রফিকুল ইসলাম বাসায় না ফেরায় আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেন। নিখোঁজের তিন দিন অতিবাহিত হলেও এখনো রফিকুল ইসলামের কোন সন্ধান পাননি বলে জানান শেফা বেগম। নিখোঁজ রফিকুল ইসলামের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ইঞ্চি, নিখোঁজের সময় তার পরণে ছিল সাদা রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে পরিবারের সঙ্গে ০১৭১৪৭৬৯০০১ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত