বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ৪টায় থানা কম্পাউন্ডে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের সভাপতিত্বে এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পারিবারিক ও সামাজিকভাবে ভুক্তভোগীরা এসে তাদের সমস্যার কথা তুলে ধরেন। থানা পুলিশ তাদের সমস্যা মনযোগ সহকারে শোনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। সমস্যাগুলোর মধ্যে বেশিরভাগই ছিল পারিবারিক বিরোধ।
ওপেন হাউজ ডে’তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল মতিন, ইউপি সদস্য আবুল খায়ের, আলতাব আলী, ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সদস্য আব্বাস হোসেন ইমরান, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক ফজল খান, সংগঠক সাজ্জাদুর রহমান, যুবলীগ নেতা মোহন মিয়া, জয়নুল আবেদীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহীদ খান আতা প্রমুখ।