বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের হারুন মিয়া মুরগীর ফার্মে ফাঁদ পেতে এই মেছো বাঘটি আটক করা হয়।
গোয়াহরি গ্রামের হারুন মিয়া জানান- হারুণ মিয়ার মুরগির ফার্মে প্রতি রাতে বাঘ হানা দেয় এবং মুরগি খেয়ে চলে যায়। বাঘের যন্ত্রনায় ফার্মের মালিক হারুন মিয়া অতিষ্ঠ হয়ে বুধবার দিবাগত রাতে লোহার খাঁচায় ফাঁদ পেতে রাখেন আর ওই ফাঁদেই প্রায় ১ ফুট উচ্চতা ও ৪ ফুট লম্বা মেছো বাঘটি আটক হয়। এরপর গতকাল বুধবার বন বিভাগের কাছে বাঘটি হস্তান্তর করা হয়েছে।