বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার নর্থইস্ট বালাগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ওরিয়েণ্টশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজের অন্যতম উদ্যেক্তা ও প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন নুরু।
কলেজের প্রভাষক অপূর্ব কুমার দাস ও ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজের ভূমিদাতা সদস্য হাজী সাইস্তা মিয়া, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী এইচ এম ইকবাল আনু, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সায়েম উদ্দিন শিকদার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী লোকমান আহমদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, প্রভাষক মুক্তা রাণী দাস, রমা সিন্হা, আব্দুল্লাহ আল নোমান, ছালেহ আহমদ, আব্দুল আজিজ, মুক্তাদির হোসেন, বিপ্লব দেবনাথ, শিক্ষার্থী আব্দুল্লাহ ইউছুফ, আব্দুল কাদির, জোহরা জান্নাত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।