AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ভাঙ্গন হতে রাস্তা-কবরস্থান রক্ষা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২ - ২০১৯ | ৩: ৪০ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বাড়ী ঘর নির্মাণ ও মাটি ভরাট করে ‘মরা সুরমা নদী’র পানি-সরেয়াম চলাচলে বাঁধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উজান ভাটি খালের উভয় পারের রাস্তা, কবরস্থান ও বাড়িঘর ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত শনিবার এলাকাবাসীর পক্ষ থেকে ১৬৬জনের স্বাক্ষরিত এ স্মারকলিপিটি প্রদান করেন স্থানীয় ইউপি সদস্য গৌছ আহমদ বাবুল, এনায়েতপুর গ্রামের আব্দুস ছালাম, তবলপুর গ্রামের মঈনুল ইসলাম প্রমুখ সহ এনায়েতপুর, তবলপুর, পিয়ারাই, শিবেরখলা, নুরপুর ও কাইস্তগ্রাম গ্রামের শতাধিক লোক।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ‘উজান ভাটি’ একটি প্রাচীনতম খাল। মরা সুরমা নদী হিসেবে পরিচিত ‘সুরমা নদী’ ভরাট হওয়ার কারণে নদীর সকল পানি উজান ভাটি খাল দিয়ে দ্রুত গতিতে প্রবাহিত হওয়ায় খালের দু’পাশে ভাঙন সৃষ্টি হয়। অতি বৃষ্টিতে ও বর্ষাকালে অস্বাভাবিক প্লাবনে খালের পার্শ্ববর্তী দক্ষিণ পাশের রাস্তা এবং খালের উত্তর পাশে বিদ্যমান শতাধিক বৎসরের কবরস্থান ধীরে ধীরে ভেঙে খালের গর্ভে বিলিন হচ্ছে। এতে রাস্তা দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা হচ্ছে। ফলে রাস্তা ও কবরস্থান সংরক্ষনের লক্ষ্যে এবং বৃষ্টি অথবা প্লাবনের স্রোতের গতি কমাতে স্থানীয় লোকজন নিজ নিজ খরছে ও স্বেচ্ছাশ্রমে প্রায় দেড় বছর পূর্বে উজান ভাটি খালের পূর্ব-পশ্চিম মাথায় দুটি বাঁধ নির্মাণ করতে বাধ্য হন। তবে নদীর অতিরিক্ত পানি নির্মিত বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয় কিছু লোক অবৈধভাবে মরা সুরমা নদীতে ঘরবাড়ি নির্মাণ ও কৃষিক্ষেত করে নিজেরা ফায়দা লাভ করছেন। ফলে নদী একেবারেই সংকির্ন হওয়ার কারণে পানি ও নৌকা চলাচলে বিঘ্ন ঘটছে। অবৈধ দখলদাররা এলাকার জনস্বার্থের বিরুদ্ধে নিজ স্বার্থ চরিতার্থ করতে এবং অন্যায়ভাবে ফায়দা লাভের উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এরই অংশ হিসেবে কাল্পনিক অভিযোগ এনে এলাকাবাসীর বিরুদ্ধে একটি অভিযোগ প্রদান করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এনিয়ে এলাকার লোকজনদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোন সময় এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশংকা রয়েছে। এমতাবস্থায় নদীর উপর অবৈধভাবে নির্মাণকৃত সকল স্থাপনা উচ্ছেদ এবং উজান ভাটি খালের পাড়ে বিদ্যমান রাস্তা, কবরস্থান ও বাড়িঘর ভাঙনের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপিতে আবেদন জানানো হয়।

আরো সংবাদ