বিশ্বনাথে ডাকাতের ফেলে যাওয়া শর্টগান ঝোপ থেকে উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Bishwanath thanaবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে পুলিশ-ডাকাত গুলাগুলির চার দিনের মাথায় ডাকাতদের ফেলে যাওয়া একটি শর্টগান উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ফ্রান্স প্রবাসী আব্দুস সোবহানের বাড়ির পেছনে মঙ্গলগিরি রাস্তার পাশের একটি ঝোপ থেকে এই শর্টগান উদ্ধার করা হয়।
গত ২৫জুন মঙ্গলবার খাজাঞ্চী ইউনিয়নের কুড়িখলা গ্রামে পুলিশ-ডাকাতের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আকুল মিয়া (২৮) নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, চারটি শাবল, দুটি ব্যাগ ও একটি ভেল্টব্যাগ। এ ঘটনা দুটি মামলা দেয় থানা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশের হাতে আটক ডাকাত আকলুর দেয়া তথ্যমতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে ওই এলাকা থেকে শর্টগানটি উদ্ধার করা হয়।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, আরও অস্ত্র রয়েছে। সেগুলোও উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪