Search
Close this search box.

খাজাঞ্চী সিরাতুন্নবী (স.) পরিষদের ঈদ পুনর্মিলনী শুক্রবার

Facebook
Twitter
WhatsApp
64236174 369515187011376 7150438601522675712 nবিশ্বনাথনিউজ২৪ :: জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল স. এর দেখানো পথ-ই মুক্তির মখমল ঠিকানা। সেই আদর্শ বাস্তবায়নে কাজ করছে সিরাতুন্নবী স. পরিষদ খাজাঞ্চী ইউনিয়ন। কর্মসূচির ক্রমধারায় ১৪ই জুন শুক্রবার বিকেলে ৩টায় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলে এক ঈদ পুণর্মিলন ও বই উপহার সমাবশ এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে নবী স. এর জীবন শীর্ষক মহামুল্যবান বই উপহার ও সেরা উপস্থিত কুইজ বিজয়ী নির্বাচন করা হবে। সমাবেশে পরিষদের দায়িত্বশীল, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিরাতুন্নবী (স.) পরিষদ খাজাঞ্চীর সভাপতি মাওলানা জামাল আহমদ ও সম্পাদক রফিক আহমদ রাজু।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪