AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২৮ - ২০১৯ | ৮: ৩৩ অপরাহ্ণ

61192073 2261444284073744 8206646358975709184 n

61192073 2261444284073744 8206646358975709184 nবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুনবাজারস্থ আল-বুরাক শপিং সিটির ডাইরেক্টর ও যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলীর উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লবপুর গ্রামস্থ প্রবাসী মনোহর আলীর বাড়িতে এলাকার ১২০টি অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-জনপ্রতি ২০ কেজি চাল, ৩ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাইল, ২ লিটার তৈল, ১ কেজি ছানা, আধা কেজি খেজুর, ১ কেজি চিনি, আধা কেজি রসুন, ১ কেজি ময়দা, ২টা সেমাই, ২শত গ্রাম দুধ, ১শত গ্রাম চা পাতা। প্রবাসী মনোহর আলীর পক্ষে রমজানের খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন দৈনিক সিলেট বাণীর বিশ্বনাথ প্রতিনিধি অসিত রঞ্জন দেব।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হাজী সাইদুর রহমান, হেলাল মিয়া, ইলিয়াছ আলী, সাবদর আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

আরো সংবাদ