
বিশ্বনাথে ইয়াবা ব্যবসায়ী আটক
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২২ - ২০১৯ | ১১: ২৯ অপরাহ্ণ | সংবাদটি 627 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ইয়াবা বিক্রয়কালে মখলিছ আলী নামে এক ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারুকা (সুইচ গেইট) এলাকার ময়না মিয়ার কলোনিতে বসবাসকারী এই ইয়াবা ব্যবসায়ী অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই কলোনি থেকে তাকে ৫ পিস ইয়াবা’সহ আটক করে থানা পুলিশ।
পুলিশ জানায়, মখলিছ আলী একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই দেবাশীষ শম্মা’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, মখলিছ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

