AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের নুরুল যুক্তরাজ্যে ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ১৯ - ২০১৯ | ২: ৪৪ পূর্বাহ্ণ

Nurul Islam Naz

Nurul Islam Nazবিশ্বনাথনিউজ২৪ :: সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান নুরুল ইসলাম নাজ। তিনি কনজারভেটিভ পার্টির হয়ে স্পেলটর্ন বরাহ কাউন্সিলের এসফোর্ড টাউন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এই ওয়ার্ড থেকে এবার দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭ সালে অনুষ্ঠিত সারে কান্ট্রি কাউন্সিলর নির্বাচনে কাউন্সিল নির্বাচিত হয়ে চমক দেখিয়েছিলেন নুরুল ইসলাম নাজ। তিনি একই সাথে দুটি কাউন্সিলের কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যে এবারের স্থানীয় সরকার নির্বাচনে বিপর্যয়ে পড়ে কনজারভেটিভ পাটি। গোটা যুক্তরাজ্যে তাদের ৩শ’ জন কাউন্সিলর পরাজিত হন। নির্বাচনী ফলাফলের এই দূর্যোগে মধ্যেও বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নাজ। তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামের ওয়ালিউর রহমানের পুত্র।
নুরুল ইসলাম নাজ আশা প্রকাশ করেছেন- ২০২১ সালে অনুষ্ঠেয় পরবর্তী কান্ট্রি কাউন্সিল নির্বাচনেও স্থানীয় ভোটাররা তার পক্ষে ভোট দেবেন এবং তাদের জীবন মান উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন।

আরো সংবাদ