বিশ্বনাথে অস্ত্রসহ র্যাবের হাতে যুবক গ্রেফতার
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ১৩ - ২০১৯ | ৯: ৪৭ অপরাহ্ণ
বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে অস্ত্রসহ আব্দুল বাছিত (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ শেখেরগাঁও গ্রামের মৃত হাজী তাহির মিয়ার পুত্র।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ মে) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের একটি অভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আব্দুল বাছিতকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার বসত ঘর থেকে দেশীয় তৈরী ০২ টি পাইপগান ও ০২ টি কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার (১৩মে) গ্রেফতারকৃত আব্দুল বাছিতকে বিশ্বনাথ থানায় হস্তান্ত করা হয়েছে বলে তিনি জানান।