AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশন’র খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৯ - ২০১৯ | ৯: ১৪ অপরাহ্ণ

DSC 0746

DSC 0746বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব ও অসহায় ৭৫টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামে বীর বিক্রম মরহুম আব্দুল মালেক’র বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বীর বিক্রম মরহুম আব্দুল মালেকের সহধর্মিনী সামছুন্নেছা বেগম রেনু, তাঁর পুত্র ও বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের পরিচালক সাজিদুর রহমান সুহেল, উপদেষ্ঠা মুজিবুর রহমান, সাইদুর রহমান বাবুল প্রমুখ সহ বীর বিক্রমের পরিবারের সদস্যবৃন্দ। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেককে ১০ কেজি চাল, ৫কেজি পিয়াজ, ২ কেজি চানা, ২লিটার সোয়াবিন, ১কেজি খেজুর, ১কেজি রসুন ও ১কেজি লবন প্রদান করা হয়।

আরো সংবাদ