
বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৯ - ২০১৯ | ২: ০৭ পূর্বাহ্ণ | সংবাদটি 557 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরাণ ও নতুন বাজারে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
রমজান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমকে সামনে রেখে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনেক দোকানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি করাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র বিভিন্ন ধারায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়। উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিদ গোবিন্দ সরকারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

