বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম খানের রুহের মাগফেরাত কামনায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫মে) বাদ জোহর স্থানীয় সুলতানপুর জামে মসজিদে বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মতিউর রহমান, মারুফ রফিক মুন্না, দানিয়েল অপু, সৈয়দ মিজানুর রহমান স্বপন, আব্দুর রহমান তানভীর, শরিফ আহসান, মো. গোলাম কিবরিয়া, ছদরুল হাসান নবীন, ছায়েদ আহমদ, মোস্তফা, রুবেল আহমদ, রাজু আহমদ, মিজানুর রহমান মিজান, রুমন আহমদ, প্রতাপ পুরকায়স্থ, এইচ এম কামরান, জুনেদ আহমদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সাবেক চেয়ারম্যান ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির সভাপতি আফম শামীম, কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক খলিলুর রহমান, কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, সমাজকর্মী ছালিকুর রহমান প্রমুখ।