AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ব্রিটিশ বাংলা এসোসিয়েশন বার্মিংহামের পরিচিতি সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৫ - ২০১৯ | ১২: ২০ পূর্বাহ্ণ

20190503 030319

20190503 030319ব্রিটিশ বাংলা এসোসিয়েশন বার্মিংহামের নব নির্বাচিত কমিটির পরিচিত সভা বার্মিংহামের কভেনট্রী রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনের শুভেচ্ছা বক্তব্য মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলা এসোসিয়েশন বার্মিংহামের নব নির্বাচিত সভাপতি অলিউর রহমান। সভা পরিচালনা করেন ব্রিটিশ বাংলা এসোসিয়েশন বার্মিংহামের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মোমিন চৌধুরী ।
পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা সুজাতুর রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ জমশেদ আলী, জালাল উদ্দিন আহমেদ, আব্বাস মিয়া, আব্দুল আজিজ গিলমান ও ছালিক মিয়া প্রমুখ ।কোরআন তেলাওয়াত করেন বশির আহমেদ ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কবির, ইদন আলী, চুনু মিয়া, এমরান আহমদ, সংগঠনের সহ সভাপতি মিরণ মিয়া মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খাঁন, কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন খাঁন, শিহাব উদ্দিন, সিরাজ মিয়া, ইকবাল আহমেদ প্রমুখ ।
সভায় আগামী এক মাসের মধ্যে আরো নতুন সদস্য সংগ্রহ করে একটি  পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় । -বিজ্ঞপ্তি

Aminul Haque scaled