AM-ACCOUNTANCY-SERVICES-BBB

হযরত শাহজালাল (রঃ) মাজার গেইট সংলগ্ন ‘গয়াস হোটেল’র ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৩ - ২০১৯ | ৭: ৪৪ অপরাহ্ণ

59285494 390677651519400 7264387433960046592 n

59285494 390677651519400 7264387433960046592 nবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটে হযরত শাহজালাল (রঃ) মাজার গেইট সংলগ্ন ‘গয়াস হোটেল’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। শুক্রবার বাদ জুম্মা তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামছুদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক জহুরুল হোসাইন, ‘গয়াস হোটেল’র স্বত্ত¡াধীকারি এম গয়াস মিয়া, ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান পংকি, আব্দুল ওয়াদুদ, গৌছুল আলম, সুহিন আহমদ, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ