
আহত সাংবাদিক হেলাল’র চিকিৎসায় গহরপুর এসোসিয়েশনের সহায়তা প্রদান
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২ - ২০১৯ | ১১: ৩১ অপরাহ্ণ | সংবাদটি 262 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪:: সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক সবুজ সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলালের চিকিৎসা ব্যায়ে আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন আর্ত মানবতার সেবায় নিয়োজিত দেওয়ান বাজার ইউনিয়নের যুক্তরাজ্যস্থ প্রবাসীদের সংগঠন গহরপুর এসোসিয়েশন ইউ কে’র নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক এসএম হেলালকে দেখতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম এ কাদির।
গহরপুর এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আর্থিক অনুদানে সহায়তাকারীরা হলেন- মোহাম্মদ আবুল মিয়া, ছহুল এ মুনিম, আজাদ খাঁন, আলী আহমদ নেছাওর , ইকরাম আহমদ ইলিয়াছ, আব্দুল মতিন, আব্দুছ সালাম, মাহবুবুর রহমান, সুহেল আহমদ, হাবিবুর রহমান রুকন, মোঃ আবুল মিয়া, মোঃ সেজন মিয়া ও সাহাব উদ্দিন। এর আগে সংগঠনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক খোলাকাগজ ও সিলেটের মানচিত্র’র বালাগঞ্জ প্রতিনিধি এমএ কাদিরের চিকিৎসা ব্যায়ে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ দুপুরে সিলেট শহরে দৈনিক খোলাকাগজ পত্রিকার প্রতিনিধি সম্মেলনে যাওয়ার পথে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের পেরেজপুর এলাকায় মোটর সাইকেল দুর্ঘনায় আহত হন সাংবাদিক এমএ কাদির। এর এক সাপ্তাহ পর সিলেট শহর থেকে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হন সাংবাদিক এস এম হেলাল। গহরপুর এসোসিয়েশন ইউকের সভাপতি মোহাম্মদ আবুল মিয়া বলেন, আমরা আহত সাংবাদিকদের পাশে রয়েছি, তাদের চিকিৎসা ব্যায়ে সহযোগীতা করার চেষ্টা করেছি।

