AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের উন্নয়নে সবাইকে সাথে নিয়েই কাজ করতে চাই -নুনু মিয়া

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ২৮ - ২০১৯ | ১০: ০১ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা ছাড়া কারও পক্ষে একা এলাকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই সবাইকে সাথে নিয়েই বিশ্বনাথের উন্নয়নে কাজ করতে চাই সততা ও নিষ্ঠার সাথে। সরকারের গৃহিত পদক্ষেপগুলো শতভাগ বাস্তবায়নে প্রশাসন-জনপ্রতিনিধি ও সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঞ্চিত মানুষদেরকে তাদের প্রাপ্য অধিকার দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।

তিনি রোববার দুপুরে সিলেটের বিশ্বনাথে বিআরডিবি মিলনায়তনে উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে একথাগুলো বলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জুলিয়া বেগম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক আশিক আলী, আব্বাস হোসেন ইমরান।

এসময় উপস্থিত ছিলেন দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য রাসনা বেগম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, সমাজ সেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল নোমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা সঞ্জিত সরকার, এলজিইডির সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভ‚ঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য ফজর আলী মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রোহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সোহেল, মশিউর রহমান, আক্তার আহমদ শাহেদ, শোকরান আহমদ রানা, মিছবাহ উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, আওয়ামী লীগ নেতা ইয়াসিন আলী, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম, যুবলীগ নেতা আবদুর রুপ, গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ বিভাংশু গুন বিভু, বাচাঁ বাসিয়া ঐক‌্য পরিষদের আহবায়ক ফজল খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, নিজাম উদ্দিন, সিজিল মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ফয়েজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা মাছুম আহমদ প্রমুখ।

আরো সংবাদ