AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমনের পিতার ইন্তেকাল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ১৯ - ২০১৯ | ১২: ৫৭ পূর্বাহ্ণ

57222214 2258719801045250 4025468363147837440 n

57222214 2258719801045250 4025468363147837440 nবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের পিতা মোঃ আইয়ূব আলী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলা জানাইয়া (দক্ষিণ মসুলা) গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ ইন্তেকাল করেন। মৃত‌্যুকালে মোঃ আইয়ূব আলী স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ‌্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ২টা ২০মিনিটে জানাইয়া শাহী ঈদগাহে মরহুম আইয়ূব আলীর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানের মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

আরো সংবাদ