AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ১৮ - ২০১৯ | ১০: ৩৭ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যেখানে গুণীজনের সম্মান নেই, সেখানে গুণীজন জন্মাতে পারেন না। তাই আমাদের সকলে গুণীজনদের সম্মান করতে হবে। শিক্ষা সমাজকে আলোকিত করে। আর সেই শিক্ষা বিতরণের মূলকারীগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষকদের মাধ্যমেই মানুষ আলোর পথ দেখেন, আর অন্ধকারকে দূর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের শিক্ষাসহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে।
তিনি বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে রেঁনেসা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী আজিজুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জনকল্যাণ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল কাদের আজাদ, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলতাফুন্ নূর, সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোলাম রাব্বানী, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক পরেশ চন্দ্র পাল, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রানেশ চন্দ্র পাল, ভাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছুরত আলী।
রেঁনেসা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজিত পাল ও যুগ্ম সম্পাদক ফজল খানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মোমিন, সদস্য নিশি কান্ত পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য। বক্তব্য রাখেন রেঁনেসা সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি আলতাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তার ফারুক। অনুষ্ঠানের শুরতে কোরআন তেলাওয়াত করেন আবু ছালেহ ও গীতাপাঠ করেন তমা রাণী দাশ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক অজিত চন্দ্র পাল, সঞ্জিত পুরকায়স্থ, মোজাম্মল হক, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আবুল কালাম, মাওলানা লুৎফুর রহমান, রেঁনেসা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জাকারিয়া শিকদার, মাওলানা মাহফুজুল ইসলাম নমির, সহ সভাপতি আবদুল আলী, সমীর রঞ্জন দাশ, কাপ্তান মিয়া, জমির আহমদ, যুগ্ম সম্পাদক দবির আলী, ফয়ছল আহমদ, ডাঃ বিকাশ দাশ, অর্থ সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ টিপু, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাহিত্য সম্পাদক বদরুল ইসলাম তুহিন, ক্রীড়া সম্পাদক আবদুল মজিদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ছালেহ আহমদ মুছা, সদস্য মিহির বৈদ্য, শংকর বৈদ্য, হাবিবুর রহমান, নূরুল ইসলাম, অসখ বৈদ্য, আলাল আহমদ, আবদুল মালিক সুমন,আঙ্গুর আলী প্রমুখ।

আরো সংবাদ