AM-ACCOUNTANCY-SERVICES-BBB

মিরপুর স্কুলের প্রাক্তন ছাত্রদের ব্যাডমিন্ট টুর্নামেন্ট সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ১৭ - ২০১৯ | ৮: ৩৩ অপরাহ্ণ

mirpur high school

mirpur high schoolলন্ডন প্রতিনিধি :: যুক্তরাজ্যে বসবাসরত মীরপুর পাবলিক হাইস্কুলের, প্রাক্তন ছাত্রদের নিয়ে স্বাধীনতাকাপ প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে ৮ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের ডেগেনহামের একটি লেজার সেন্টারে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রাক্তন ছাত্রদের মধ্যে বিশটি টিমের তালিকা নিয়ে খেলা শুরু হয়। এতে জয়নাল ও হাসান জুটি কালাম আজাদ ও সরওয়ার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ২য় রানার আপ হন চান মিয়া ও নাসির জুটি।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তাহের কামালী, মীরপুর পাবলিক হাই স্কুলের যুক্তরাজ্যে মীরপুর হাইস্কুলের পূর্ণমিলনি কমিটির আহবায়ক আব্দুস শহীদ, সদস্য সচিব নোমান আহমেদ, অর্থসচিব আনছার আহমদ, যুগ্ন আহবায়ক শিশু মিয়া, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আব্দুল হালিম।
খেলা পরিচালনা করেন প্রাক্তন ছাত্র ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদিন, রুহেল আহমেদ, খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Aminul Haque scaled