AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের নির্বাচন সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ১০ - ২০১৯ | ৯: ০১ অপরাহ্ণ

golapganj helping hands

golapganj helping handsবিশ্বনাথনিউজ২৪ :: গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে গত ৭ এপ্রিল রবিবার পূর্ব লন্ডনে এনসাইন কমিউনিটি হলে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েক শতাদিক ট্রাস্টি অংশনেন। নির্বাচনে বেলাল, সাহেদ ও সামাদ পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
এদিকে সভার প্রথম পর্বে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সদস্য মাওলানা সহির উদ্দিন ।
সভার শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের পর গোলাপগঞ্জের কৃতি সন্তান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রাহমান সহ বিশিষ্ট জনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে সাধারণ সম্পাদক গত এজিএম’র কার্যবিবরণী ও দ্বিবার্ষিক সভার কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর সহ কোষাধক্ষ্য জামিল আহমেদ বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ।
প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন এমদাদ হোসেন টিপু, মোস্তফা মিয়া, মাইজ উদ্দিন, জিল্লুর রাহমান শাহজাহান চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, তাজুল ইসলাম, ফেরদৌস আলম, সেলিম আহমদ, আব্দুল কাদির প্রমুখ। পরে সাধারণ সম্পাদক রিপোর্টগুলি ভোটে দিলে সর্বসম্মতভাবে গৃহীত হয়। সাধারণ সভায় সংবিধান সংশোধনীর ৩টি প্রস্তাব সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার অহিদ আহমেদের সভাপতিত্বে কমিশনার মুসলেহ ঊদ্দিনে পরিচালনায় নির্বাচনী অধিবেশন কালে কমিশনার হাফিজুর রহমান ও আফজল হোসেন নিরবাচনী পেক্ষাপট পট নিয়ে বক্তব্য রাখেন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় আগামী দুই বছরের জন্যে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। বেলাল হোসেনকে সভাপতি, সাব্বির আহমেদ সাহেদ কে সাধারণ সম্পাদক ও আব্দুস সামাদকে ট্রেজারার নির্বাচিত ঘোষণা করে ২৭সদস্য বিশিস্ট নতুন কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচিত কর্মকর্তাগণ হলেন চেয়ারপার্স: বেলাল হোসেন, ভাইস চেয়ার আফসারুল ইসলাম, সুহেল আহমেদ বদরুল, মো: নুরুল ইসলাম, মুজিবুর রাহমান, সেক্রেটারি সাব্বির আহমেদ সাহেদ, অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি মুহিবুল হক, ট্রেজারার আব্দুস সামাদ, এসিস্টেন্ট ট্রেজারার মো: মইনুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি সাদেক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি সিদ্দিকুর রাহমান অলি ওয়াদুদ, মেম্বারশিপ সেক্রেটারি মুনিম ঈমান, অ্যাসিস্ট্যান্ট মেম্বারশিপ সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন রেকল, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মাহবুব হোসেন চৌধুরী, স্পোর্টস সেক্রেটারি শাহীন আহমেদ এবং এডুকেশন সেক্রেটারী জাকির হোসেন। এছাড়া সদস্য নির্বাচিত হন এনামুল হক লিটন, ইকবাল হোসেন, আলী হোসেন, মিকাইল আহমেদ চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী, শফিকুর রাহমান (ইসহাক),তাজ উদ্দিন, জামিল আহমেদ , কামরুল ইসলাম কমর, কামাল উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন।

আরো সংবাদ