AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বালাগঞ্জে স্বাধীনতা দিবস ক্রিকেট লিগের পুরস্কার বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ৭ - ২০১৯ | ২: ২৯ অপরাহ্ণ

pic 06.04.2019 2

pic 06.04.2019 2বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার জামালপুর ইউনিটি ক্রিকেট ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস ক্রিকেট লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার স্থানীয় জামালপুর গ্রামে এ লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, নোটারী পাবলিক এডভোকেট জুয়েল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমরানুর রহমান ইমরান।
ক্রীড়া সংগঠক মো. শিরমান উদ্দিন ও ইউনিটি ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মুহাম্মদ শরীফুজ্জামান, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া, ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, ফেঞ্চুগঞ্জ অন-লাইন প্রেসক্লাবের সভাপতি রাজা সায়মন, সমাজকর্মী মইনুল ইসলাম মঈন, মুজিবুর রহমান, দৌলত মিয়া এবিন, খন্দকার সালেহ আহমদ বোরহান উদ্দিন, সাজ উদ্দিন সাজু , হেলাল উদ্দিন, এনামুল হক মকদ্দছ, রুহেল আহমদ, খায়রুল ইসলাম, রুবেল আহমদ মিশু, লিটন উর রহমান, মোস্তাক হোসেন দিপু, মোছাদ্দিক আহমদ, রেহাদ আহমদ, গফার হোসেন টিপু প্রমুখ।
এদিকে পুরস্কার বিতরণী শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা স্পোটিং ক্লাবের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, অন-লাইন পত্রিকা বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক মুহাম্মদ শরীফুজ্জামানকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

Aminul Haque scaled