AM-ACCOUNTANCY-SERVICES-BBB

মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ১৩টি বিদ্যালয়ে প্যারা শিক্ষক নিয়োগ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ৫ - ২০১৯ | ১: ৪৯ পূর্বাহ্ণ

মো: আব্দুল হাই :: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে শিক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে প্রতিষ্টিত মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে মীরপুর ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ জন প্যারা শিক্ষকদের মধ্যে নিয়োগ পত্র বিতরন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মশাজান সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাসান ফাতেমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলিয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাউরকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লহরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কচুরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমড়াতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রতিয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর গড়গড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগকৃত প্যারা শিক্ষকদের মধ্যে নিয়োগ পত্র বিতরণ করা হয়েছে । এ উপলক্ষ্যে মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আলহাজ্ব মো: মাহবুবুল হক শেরীন বলেছেন কোমলমতি শিশুদের মেধা ভিত্তিক শিক্ষার্জনে শিক্ষক ও অভিভাবকদের বেশি করে যত্নশীল হওয়ার আহবান জানান । তিনি বলেন প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছেন । তিনি বলেন সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা নিজ এলাকার শিক্ষা সহ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন । মীরপুর ইউনিয়নে প্রাথমিক শিক্ষা সহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন ইতো মধ্যে মীরপুর ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩জন প্যারা শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে । নিয়োগকৃত শিক্ষকদের সম্মানী ভাতা ট্রাস্ট থেকে প্রদান করা হবে । সমাজ কর্মী বাদশা মিয়ার পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক, মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহ সভাপতি জাহাঙ্গীর আলম,বিশ্বনাথ উপজেলার চান্দভরাং স্কুল এন্ড কলেজের দর্শন বিভাগের প্রভাষক হাফছা বেগম,হাছান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার,শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সমাজকর্মী আব্দুল হান্নান, আব্দুল আহাদ,নিয়োগকৃত প্যারা শিক্ষক শিল্পী রানী দাস প্রমুখ। পরে নিয়োগকৃত ১৩জন প্যারা শিক্ষকের হাতে নিয়োগ পত্র তুলে দেন মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আলহাজ্ব মো: মাহবুবুল হক শেরীন ও সহ সভাপতি জাহাঙ্গীর আলম সহ অতিথিবৃন্দ ।

আরো সংবাদ