AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র অভিষেক সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ৪ - ২০১৯ | ১০: ২৬ পূর্বাহ্ণ

56416905 2103436583107675 6545354108394536960 n

56416905 2103436583107675 6545354108394536960 nবিশ্বনাথনিউজ২৪ :: ঝাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অভিষেক। গত ২ এপ্রিল মঙ্গলবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্টানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টিবৃন্দ ও কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশনেন।
সভায় নব গঠিত এই সংগঠনের সাম্প্রতিক কার্যক্রমের ভূয়শী প্রশংসার পাশাপাশি আগামীতে এলাকার দারিদ্র বিমোচনসহ যুক্তরাজ্যে এলাকাবাসীর মধ্যে সেতুবন্ধন সৃস্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাস্টের চেয়ারম্যান এমদাদুর রহমান এমদাদ এর সভাপতিত্বে সেক্রেটারী বখতিয়ার খান ও প্রেস সেক্রেটারী এস এম আনসার আলীর যৌথ পরিচালনায় সভায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ দিলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, বাংলাদেশ হাই কমিশনের কর্মাশিয়াল কাউন্সিলার এস এম জাকারিয়া হক, পাকিস্থানস্থ ব্রিটিশ হাইকমিমনের ফাস্ট সেক্রেটারী মোহাম্মদ আব্দুল গফ্ফার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক সিভিক মেয়র সেলিম উল্লাহ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কাউন্সিলার পারভেজ আহমদ, কাউন্সিলার আহবাব হোসেন, কাউন্সিলার জসিম উদ্দিন, বিশিস্ট ব্যবসায়ী মনির আহমদ, জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকের সভাপতি আশিকুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সাবেক সভাপতি বেলাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, দক্ষিণ সুরমা সমাজকল্যান পরিষদের চেয়ারম্যান সেলিম আহমদ, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, দৌলতপুর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাব্বত শেখ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের আজম খান, আখলাকুর রহমান, কদর উদ্দিন, খাজাঞ্চী জনকল্যান ট্রাস্টের সভাপতি আব্দুল বাছিত রফি, কমিউনিটি নেতা নাসির আহমদ, ব্যবসায়ী হাসিনুজ্জামান নুরু, একাউন্টটেন্ট আব্দুল হাই নুরুজ্জামান, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়াল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাহমদুর রহমান মান্না, অর্থ সম্পাদক আশরাফ আহমদ, কমিউনিটি নেতা লোকমান হোসেন, আছাব আলী, আব্দুল আওয়াল, বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনি, সাংবাদিক পলি রহমান, রেজাউল করিম মৃদা, আব্দুল হামিদ খান সুমেদ।

56162102 2103436646441002 2039003313952784384 nবক্তব্য রাখেন গ্রেটার কামালবাজার ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের সহ সভাপতি আব্দুল বাছিত চৌধুরী, মো: আব্দুল আহাদ, যুগ্ম সম্পাদক মো: কতুব উদ্দীন খান, ট্রেজারার আব্দুল মুকিত নানু, সহ ট্রেজারার শাহেদ আহমদ, ইসি মেম্বার শহীদ মিয়া, হাজী আব্দুল শহীদ, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ট্রাস্টিদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন অতিথিরা। সভায় জানানো হয় ইতোমধ্যেই ট্রাস্টের পক্ষ থেকে বাংলাদেশে একটি অগ্নিদগ্ধ পরিবারকে আর্থিক অনুদান এবং এলাকার ২৮টি গ্রামের দরিদ্র পরিবারকে শীতের কম্বল বিতরণ, এলাকর খেলাধুরার উন্নয়নে ট্রাস্টের পৃস্টপোশকতায় গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলাপমেন্ট এসোসিয়েশন নামে বাংলাদেশের আরেকটি সংগঠন গঠন করা হয়েছে।
এছাড়া যুক্তরাজ্যে নতুন প্রজন্ম যেভাবে শিক্ষা, চাকুরী ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে তাদের এ অগ্রযাত্রাকে শিকড়ের সাথে দৃঢ় করা, তাদের আধুনিক চিন্তা চেতনাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে কাজ করে এই সংগঠন।

Aminul Haque scaled