AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে এফসি জনতা ৬ষ্ঠ চ‌্যাম্পিয়নলীগ সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ৩০ - ২০১৯ | ১২: ৩০ অপরাহ্ণ

55845519 2004078719897533 8342543706951254016 n

55845519 2004078719897533 8342543706951254016 nবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে এফসি জনতা চ‌্যাম্পিয়নলীগ আয়োজিত ৬ষ্ঠ ফুটবল চ‌্যাম্পিয়নলীগ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের উত্তরের মাঠে এই লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়। ফাইনাল খেলায় এবি ইলিভেন স্টার কে ৪-২ গোলে হারিয়ে চ‌্যাম্পিয়ন হয় আর এম কিং। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে চ‌্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এলাকার মুরব্বী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‌্য চেয়ারম‌্যান পদপ্রার্থী যুক্তরাজ‌্য প্রবাসী আলহাজ্ব জামাল উদ্দিন রেজা। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন খেলার প্রথম পুরস্কার দাতা ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‌্য চেয়ারম‌্যান পদপ্রার্থী সৌদিআরব প্রবাসী আলহাজ্ব আরশ আলী গণি, যুক্তরাজ্য প্রবাসী আনসার আলী। অন‌্যান‌্যের মধ‌্যে বক্তব‌্য রাখেন সমাজসেবক আমিন আহমেদ, নজরুল ইসলাম,  ফয়েজ আহমদ উকিল, ব্যবসায়ী সোলেমান আহমদ, ক্লাবের সদস্য আবদুল্লাহ।

আরো সংবাদ