AM-ACCOUNTANCY-SERVICES-BBB

চেশিয়ার এন্ড নর্থওয়েলস আওয়ামীলীগের উদ‌্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২৮ - ২০১৯ | ১: ৪২ পূর্বাহ্ণ

News Cheshire Northwales Awamilegue Ind BD Day 2019 1

News Cheshire Northwales Awamilegue Ind BD Day 2019 1ফখরুল আলম :: ৭১ এর বীর শহীদের সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধান মন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কে মধ্যম আয়ের দেশে পরিনত করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে চেশিয়ার এন্ড নর্থওয়েলস আওয়ামীলীগ এর আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
প্রতিবারে মত বিনম্্র শ্রদ্ধা আর ভালবাসা জানিয়ে গত রবিবার রাতে চেশিয়ারের এলেস্মেয়ারর্পোট শহরের একটি রেষ্টুরেন্টে যুক্তরাজ্যে আওয়ামীলীগ এর চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখার সহ-সভাপতি সৈয়দ মোস্তাকিম আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম লোকমান এর পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী ।
সভা শুরুর প্রথমই সকল শহিদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা সহ সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
সভায় শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিশু একাডেমী যুক্তরাজ্যে শাখার সভাপতি শাহজানুর রাজা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক, সংগঠনের সহ সভাপতি আজাদ উদ্দিন, উপদেষ্টা আব্দুল আজিজ নুনু মিয়া, প্রবাসী মুক্তিযোদ্ধা কবি সূরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নোমান, অর্থ সম্পাদক ফরিদ আলী, জুবায়ের আহম্মদ, আব্দুল বাতিন মানিক, আবুল কাহার, আতিকুর রহমান, সালাম মিয়া, তাহিরুল হক, মাহবুব আলম, মিজানুর রহমান মাসুদ প্রমুখ।
সভায় বক্তারা ৭১ এর বীর শহীদের সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধান মন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কে মধ্যম আয়ের দেশে পরিনত করতে যার যার জায়গা থেকে কাজ করার জন্য যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি উদাত্ত আহŸবান জানান ।
আলোচনা সভা শেষে আনন্দঘন নৈশ্যভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।
সভায় আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ