AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২৬ - ২০১৯ | ৬: ২৫ অপরাহ্ণ

55509751 360998321413886 1782993602067038208 n

55509751 360998321413886 1782993602067038208 nবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বাড়ির চলাচলে প্রধান রাস্তা বন্ধ করে জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মাণে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত আলহাজ্ব মনু মিয়া পুত্র রকিব আহমদ তার চাচা সোনা মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।
রকিব আহমদ অভিযোগ করেন- তার চাচা সোনা মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তাদের পৈত্রিক সম্পত্তির মধ্যে বাড়ীর ভূমি অদ্যবধি ভাগ বাটোয়ারা হয়নি। উক্ত বিষয়ে আদালতে একটি স্বত্ব মোকদ্দমা (১৫/২০১৯) রয়েছে। কিন্ত এমতাবস্থায় সোনা মিয়া বাড়ির চলাচলের প্রধান রাস্তা বন্ধ করে জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন এবং অন্যান্য জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন রকিব আহম। জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা ও হুমকি প্রদর্শনের অভিযোগে তিনি গত ৭ মার্চ বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন। ডায়েরী নং- ৩৬৫।
অভিযুক্ত সোনা মিয়া বলেন- আমি আমার জায়গার উপর নির্মিত পুরাতন বসত ঘর ভেঙ্গে নতুন করে ঘর নির্মাণ করছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।

আরো সংবাদ