AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাব’র ৮ম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২২ - ২০১৯ | ১০: ২৫ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে  ‘খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাব’ কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেলে উপজেলা খাজাঞ্চী রেলওয়ে স্টেশনের উত্তরের মাঠে অনুষ্ঠিত এ খেলায় ফুটবল প্রেমী হাজার হাজার দর্শক খেলাটি  উপভোগ করেন। ফাইনাল খেলায় দক্ষিণ সুরমা উপজেলার হিরক নভাগ ইয়াং স্টার স্পোটিং ক্লাব’কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট সদর উপজেলার সুরমা স্পোটিং ক্লাব বৃহত্তর মাসুকগঞ্জ বাজার। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলে হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাব’র সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও সংগঠক আখতার হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহী উদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জামিলুল হক, বিশিষ্ট শিল্পপতি ও ক্রিড়ানুরাগী আশরাফুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাবের উপদেষ্ঠা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন রেজা, টুর্ণামেন্টের ১ম পুরস্কার দাতা সৌদী আরব প্রবাসী আলহাজ্ব আরশ আলী গণি, ২য় পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী আনছার আলী। খেলায় পরিচালকের দায়িত্বে ছিলেন রেফারী সাজ, হামিদ, হিরক ও হেলাল এবং ধারা ভাষ্যে ছিলেন সিলেট জেলা ধারা ভাষ্যকার সংস্থার সহ-সভাপতি আব্দুল আহাদ ও জিয়া উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল টুর্ণামেন্টের উপদেষ্টা লতিফ আলী, শওকত আলী, বাদশা মিয়া, রইছুল ইসলাম, সাজিদ আলী, জাবেদ আলী, আহমদ আলী, শাহাদৎ আলী, ফয়ছল মিয়া, কয়েছ মিয়া, সাইদুর রহমান, আফতাব আলী, আনছার মাহমুদ গণি, আবুল বশর, এপেক্সিয়ান হুশিয়ার আলম, খেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়া, সুহেল মিয়া মাস্টার, আবু সৈয়দ, আক্তার হোসেন, রিপন মিয়া, তাজ উদ্দিন, মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির বাবুল, যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, জামাল হোসেন, গিয়াস উদ্দিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক খয়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক ইরন মিয়া, ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, প্রচার সম্পাদক মাতিন মিয়া, সহ-প্রচার সম্পাদক বুরহান মিয়া, সদস্য আবদুর রজাক, ছমরু মিয়া, আশিক আলী, আল-আমিন, আবুল কাশেম, ফরিদ মিয়া, ফরিদ মিয়া, ফজলু, সুজন, হাবিব উল্লাহ, জাকির হোসেন প্রমুখ।

আরো সংবাদ