

বিশ্বনাথে সুরমান আলী ‘ব্যান্ড অ্যাম্বাসেডর’ নির্বাচিত
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ৯ - ২০১৮ | ৮: ১৮ অপরাহ্ণ | সংবাদটি 1385 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪:: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের নির্দেশনা মোতাবেক উপজেলা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ সুরমান আলী সুমনকে নির্বাচন করা হয়েছে। তিনি উপজেলার শিমুলতলা গ্রামের হাজী মো. আত্তর আলী ও আনোয়ারা বেগম দম্পতির পুত্র।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে এমন একজন ব্যক্তি যার একটা ইতিবাচক ব্যক্তিত্ব আছে (সেলিব্রেটি), যিনি একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বা বাহ্যিক প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন, যার কাজ হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার প্রচার ও প্রসারে ভূমিকা রাখা।

