
বিশ্বনাথে শেখ হাবিব উল্লা মাষ্টার মাদ্রাসায় বই বিতরণ
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ৩ - ২০১৬ | ৮: ৪৭ অপরাহ্ণ | সংবাদটি 462 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ::বিশ্বনাথে শেখ হাবিব উল্লা মাষ্ঠার দাখিল মাদ্রাসায় ছাত্র/ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য শেখ মো. মনির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার শেখ মো. সাহিদুর রহমান।
মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আউয়ালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইজার আলী মেম্বার, ম্যানেজিং কমিটির সদস্য শেখ নূর মিয়া, আবুল কালাম কছির, মনোহর আলী, নূর মিয়া, শেখ ছুরুক মিয়া, শিক্ষানুরাগী আয়না মিয়া, আব্দুল গফ্ফার উমরা মিয়া, লোকমান আহমদ, রিহানউদ্দিন, আলকাছ আলী, শাহ মুজিবুর রহমান, শেখ মায়য়ুন মর্তুজা, চাদ মিয়া, হাবিবুর রহমান, অভিভাবক সদস্য সাজিদ আলী, হারিছ মাষ্ঠার, লেখন মিয়া, আওলাদ আলী, সিরাজুল ইসলাম, শেখ নানু মিয়া, মো. আব্দুর রউফ, আব্দুল মুতালিব, দয়ালউদ্দিন তালুকদার, মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. আজিজুর রহমান, মুজাম্মিল, হুসাইন, মাওলানা আব্দুল খালিক, মাওলানা মো. সুরমান মাহমুদ, পলাশ মিয়া, জুয়েল মিয়া, ক্বারী কাউসার আহমদ প্রমুখ।

