AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে মদরিছ আলী-নুরুন্নেছা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ৩ - ২০১৬ | ৭: ৩৮ অপরাহ্ণ

Picture Shith Biswanath Sylhet 03.01.2016

Picture (Shith) Biswanath, Sylhet 03.01.2016সিলেটের বিশ্বনাথে শীতার্থদের শীতবস্ত্র দেয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভোগশাইল শাহ্পিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মদরিছ আলী-নুরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসী মানিক মিয়ার অর্থায়নে বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক। ফাউন্ডেশনের সভাপতি ছালিকুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মো. মধু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল হক, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, শাহ্পিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল, পঞ্চগ্রাম সমাজকল্যাণ পরিষদের সভাপতি আবদুল মছব্বির।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাও: মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন শাহ্পিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশ আলী, ভোগশাইল কে.আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুন নূর, সমাজসেবী জিতু মিয়া, মঈনুল ইসলাম মনির, হেলাল উদ্দিন, আজাদ মিয়া, আরন আলী, শেরওয়ান আহমদ, ফারহান আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার দুইশত শীতার্থ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।

আরো সংবাদ