AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর বিজয়ী হলেন যারা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৩১ - ২০১৫ | ৭: ০৫ অপরাহ্ণ

00

মো: আব্দুল হাই :: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ নৌকা প্রতীকে ৯হাজার ৩শ ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫হাজার ৬শ ৯১ভোট, স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম জগ প্রতীকে পেয়েছেন ১হাজার ৭শ ১১ ভোট। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩নং ওয়ার্ড থেকে আয়ারুন নেছা কাঁচি প্রতীক নিয়ে ২হাজার ৬শ ৫১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সুফিয়া খানম সাথী মৌমাছী প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৩শ ৯৫ ভোট। ৪,৫ ও ৬নং ওয়ার্ড থেকে মিনা রানী পাল মৌমাছী প্রতিক নিয়ে ২হাজার ৩শ ৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী ফারজানা আক্তার পুতুল প্রতীকে পেয়েছেন ১হাজার ৫শ ১৮ভোট, বাহারজান বিবি ব্যাগ প্রতীকে পেয়েছেন ৯শ ৩৯ভোট, রাবেয়া বেগম আঙ্গুর প্রতীকে পেয়েছেন ৯শ ৩৯ভোট, ডলি বেগম কাচি প্রতীকে পেয়েছেন ৫শ ৭৫ ভোট। ৭,৮ ও ৯ নং ওয়ার্ড থেকে নার্গিস আক্তার কাচি প্রতীক নিয়ে ২হাজার ৮শ ১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী খালেদা বেগম আঙ্গুর প্রতীকে পেয়েছেন ১হাজার ৪শ ৪৮ভোট, সুবর্না রানী শর্মা পুতুল প্রতীকে পেয়েছেন ১হাজার ২শ ৩ভোট। সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড ইসহাকপুর থেকে বর্তমান কাউন্সিলর খলিলুর রহমান পানির বোতল প্রতীক নিয়ে ৭শ ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী শাহিনুর রহমান উঠ পাখি প্রতীকে পেয়েছেন ৪শ ৩৬ ভোট ও আব্দুল ওয়াহাব পাঞ্জাবী প্রতিকে পেয়েছেন ১শ ৫৩ ভোট। ২নং ওয়ার্ড লুদরপুর থেকে বর্তমান কাউন্সিলর মামুন আহমদ পাঞ্জাবী প্রতীক নিয়ে ৫শ ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী নিজামুল করিম উঠপাখি প্রতীকে পেয়েছেন ৩শ ৬১ ভোট। ৩নং ওয়ার্ড কেশবপুর থেকে বর্তমান কাউন্সিলর তাজিবুর রহমান উঠ পাখি প্রতীক নিয়ে ৯শ ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী লিটন মিয়া পানির বোতল প্রতীকে পেয়েছেন ৫শ ৬৭ ভোট, লেবু মিয়া ব্রীজ প্রতীকে পেয়েছেন ২শ ৪১ ভোট ও আফরোজ মিয়া পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৬৯ ভোট। ৪নং ওয়ার্ড হবিবপুর থেকে দেলোয়ার হোসাইন পানির বোতল প্রতীক নিয়ে ৭শ ৭৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান কাউন্সিলর সোহেল আমীন উঠপাখি প্রতীকে পেয়েছেন ৭শ ৪৫ ভোট, কামাল হোসেন টেবিল ল্যাম্প প্রতীক পেয়েছেন ৭শ ৪৩ ভোট ও হেলাল আহমদ পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৩শ ৬১ ভোট। ৫নং ওয়ার্ড বাড়ি জগন্নাথপুর থেকে  বর্তমান কাউন্সিলর শফিকুল হক শফিক উঠ পাখি প্রতীক নিয়ে ১হাজার১শ ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতীদ্বন্দী আব্দুল কাইয়ুম পানির বোতল প্রতীকে পেয়েছেন ৭শ ১ ভোট। ৬নং ওয়ার্ড জগন্নাথপুর থেকে বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না পানির বোতল প্রতীক নিয়ে ১হাজার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতীদ্বন্দী এডভোকেট আমিরুল হক এনাম টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৩শ ৭৬ ভোট, সাবেক কমিশনার আবু সুফিয়ান ঝুনু  উঠপাখি প্রতীকে পেয়েছেন ৩শ ৬৯ ভোট ও গোবিন্দ দেব পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ২শ ৫ ভোট। ৭নং ওয়ার্ড ইকড়ছই থেকে জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারী কৃতি ফুটবল তারকা সোহেল আহমদ উঠপাখি প্রতীক নিয়ে ৯শ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী জাকির হোসেন পানির বোতল প্রতীকে পেয়েছেন ৮শ ৫৪ ভোট ও খলিলুর রহমান পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৪শ ১৯ভোট। ৮নং ওয়ার্ড ভবানীপুর থেকে বর্তমান কাউন্সিলর আবাব মিয়া উঠপাখি প্রতিক নিয়ে ৪শ ৭৯ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী সাফরোজ ইসলাম মুন্না পানির বোতল প্রতীকে পেয়েছেন ৩শ ৬৪ভোট, শামীম আহমদ ডালিম প্রতীকে পেয়েছেন ২শ ৯৬ ভোট, ও আকমল হোসেন পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ২শ ৮২ভোট। ৯নং ওয়ার্ড শেরপুর থেকে দ্বিপক গোপ ব্রাক বোর্ড প্রতীক নিয়ে ৪শ ১৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতীদ্বন্দী নুরুল ইসলাম গাঁজর প্রতীকে পেয়েছেন ৩শ ৭৭ভোট, ছমির উদ্দিন ব্রীজ প্রতীকে পেয়েছেন ৩শ ৬৫ভোট, আব্দুল হাফিজ পানির বোতল প্রতীকে পেয়েছেন ২শ ২১ভোট, আনহার মিয়া ডালিম প্রতীকে পেয়েছেন ১শ ৯৭ভোট, বর্তমান কাউন্সিলর মঈন উদ্দিন  টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ১শ ৯৫ভোট, আবুল বাহার চৌধুরী উঠপাখি প্রতীকে পেয়েছেন ১শ ৫৪ভোট ও রূপন মিয়া পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১শ ১২ভোট।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রের ৬৫টি বুথে ভোট গ্রহন অনুষ্টিত হয়। মোট ভোটার সংখ্যা ২৪হাজার ৫শ ৯৮জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২হাজার ৪শ ৬৩জন ও মহিলা ভোটার ১২হাজার ১শ ৩৫জন।

আরো সংবাদ