AM-ACCOUNTANCY-SERVICES-BBB

মরহুম এম.এ রহিমের ৬৫ তম জন্ম বার্ষিকী শুক্রবার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৩১ - ২০১৫ | ৬: ৩৭ অপরাহ্ণ

photo11

photo1নিজস্ব প্রতিবেদক :: বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামে প্রতিষ্টিত আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় ও হাজী হামিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম এম. এ. রহিমের ৬৫ তম জন্ম বার্ষিকী আগামীকাল শুক্রবার। লালটেক গ্রামের মরহুম আলহাজ্ব তাহির আলী মা-বাবার প্রথম সন্তন এম.এ. রহিম তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পাঠশালা সমাপ্ত করে লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাস করেন। তিনি সিলেট সরকারী কলেজ থেকে আই.কম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাস করেন। পরে তিনি উচ্চ শিক্ষার জন্য বিলেতে পাড়ি জমান। তিনি এক ছেলে ও দুই কন্যার জনক। তাঁর জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যেগে আলোচনা সভা, চিত্রঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ