AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বের তরুণ-তরুণীর আইডল সাবিরুল ইসলাম এখন বিশ্বনাথে

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৯ - ২০১৫ | ৭: ২০ অপরাহ্ণ

sabirul 1

sabirul-1Sabirul_Islam_Photoতজম্মুল আলী রাজু :: বিশ্বনাথের কৃতি সন্তান, সাবিরুল ইসলাম দেশে এসেছেন। বিশ্বের সাড়া জাগানো ওই যুবক ৬ মাস দেশে অবস্থান করবেন। দেশে অবস্থানকালে দেশের বিভিন্ন জেলায় রয়েছে তাঁর সেমিনার। সাবিরুল ইসলাম যেখানে যান সেখানেই থাকেন হল ভর্তি তরুণ-তরুনী। ‘স্বপ্নের কথা বলাই’ হচ্ছে সাবিরুলের কাজ। ফলে বিশ্বের তরুণ-তরুণীর আইডল হিসেবে পরিচিতি লাভ করেন সাবিরুল ইসলাম। মঙ্গলবার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই (মোল্লাবাড়ি) গ্রামের বাড়িতে গেলে সাবিরুলের সঙ্গে ‘বিশ্বনাথ নিউজ টোয়েন্টি ফোর ডট কম’ নির্বাহী সম্পাদকের সঙ্গে প্রায় ১ ঘন্টা আলোচনা হয়।

আলোচনায় সাবিরুল ইসলামের সফলতার কথা শুনা যায় তাঁর মুখ থেকে। এসময় সাবিরুল ইসলাম এর বাবা যুক্তরাজ্য প্রবাসী শফিকুল ইসলাম, বিশ্বনাথ নিউজ টোয়েন্টি ফোর ডট কম’ স্টাফ রিপোর্টার অসিত রঞ্জন দেব, সাবিরুল ইসলামের আত্বীয় শাহিন আহমদসহ বেশ কয়েক জন ছিলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবে বুধবার বিকেল ৩টায় সাবিরুল ইসলাম আসবেন। প্রেসক্লাবে তিনি ১ঘন্টা সময় দিবেন বলে সাবিরুল ইসলাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনকে জানিয়েছেন।

আরো সংবাদ