এ প্রজন্মকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হতে হবে: মুকতাবিস-উন-নুর
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৯ - ২০১৫ | ৩: ৫৭ অপরাহ্ণ
অসিত রঞ্জন দেব :: সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পুন্যভূমির সম্পাদক মুকতাবিস-উন-নুর বলেছেন, দূর্নীতি হলো আমাদের সমাজের মূল সমস্যা। তাই সমাজ থেকে দূর্নীতির মুলৎপাটন করতে হলে এ প্রজন্মকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বৃটিশ বাংলাদেশী এ প্রজন্মের তরুণদেরকে দেশের প্রতি আকৃষ্ট করতে পারলে আমাদের জেনারেশন গ্যাপ থাকবে না। বাংলাদেশ রি জেনারেশন ট্রাস্ট (বিআরটিএ) ইউকের তরুণরা এ লক্ষ্যে কাজ করবেন বলে আমি আশাবাদি। বিআরটিএ’র জনকল্যাণ মূলক কর্মকান্ডের ভূয়সী প্রসংসা করে তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমূচনে দেশ এগিয়ে যাবে।
তিনি মঙ্গলবার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের প্রিন্সিপল্ উইমেন্স কলেজে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ, দুঃস্থদের মাঝে রিক্সা, সেলাইমিশিন, ছাগল, ওয়াটার ফিল্ডার, বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ রি জেনারেশন ট্রাস্ট (বিআরটিএ) ইউকের সভাপতি আব্দুল মুমিন এহিয়ার সভাপতিত্বে ও কলেজের প্রভাষক ওয়ারিদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথের সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি সিরাজ খান, ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সদস্য তালেব উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাষ্টি মাহবুব আনাম, বাংলাদেশ প্রতিনিধি তৌফিকুর রহমান হাবিব, কামাল আহমদ মাছুম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজের ছাত্রী রিমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রভাষক আলী আসগর। মানপত্র পাঠ করেন কলেজের ছাত্রী মেহজাবিন রুম্মান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রি জেনারেশন ট্রাস্ট (বিআরটিএ) ইউকের প্রতিনিধি দলের সদস্য আলম শেখ, নাজির আলী, নাজ রহমান, আব্দুল গফুর, রেজওয়ান গফুর, কামাল আহমদ, তাজুল ইসলাম, এলাকার মুরব্বি আব্দুর রহীম মাহিন, তাজুল ইসলাম, জামাল মিয়া, অর্নেল মিয়া, আব্দুর রহিম শিকদার, ইমান আলী, ইছমত আলী, সাংবাদিক জাহাঙ্গির আলম খায়ের, আসিক আলী, অসিত রঞ্জন দেব, আক্তার আহমদ সাহেদ, এটিএম আব্বাস, ফটো সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক মাওলানা ইসলামুজ্জামান।