AM-ACCOUNTANCY-SERVICES-BBB

এবার ডিজিটাল হালচাষ!

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৮ - ২০১৫ | ১: ০৪ অপরাহ্ণ

digital

নিউজ ডেস্ক :: একটা সময় ছিল যখন ভোরের আলো ফুটতেই গ্রাম-বাংলার কৃষকরা তাদের হাল চাষের জন্য গোয়াল থেকে বলদ নিয়ে মাঠে বেরিয়ে যেতেন। সারাদিন লম্বা খাটুনি শেষে সন্ধ্যায় বাড়ি ফিরতো। সে সময় একজন কৃষক সারাদিনে মাত্র এক থেকে দুই বিঘা জমি চাষ করতে পারতো।

কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে কৃষকের হাল চাষ পদ্ধতিরও পরিবর্তন এসেছে। বলদের পরিবর্তে সেই স্থান দখল করেছে ডিজেল চালিত শেলো ইঞ্জিন। কৃষি ক্ষেত্রে এই পরিবর্তনের ফলে একটি পাওয়ার টিলার সারাদিনে অন্তত ২০ বিঘা জমি অনায়াশে চাষ করতে পারে। আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কারের ফলে কৃষকের মুখে ফুটেছে হাসি। তবে বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি এমন একটি ছবি প্রকাশিত হয়েছে যা দেখলে শুধু কৃষক নয় যে কারো চোখ কপালে উঠবে। ছবিতে দেখা যাচ্ছে হালচাষের বলদের স্থানে দুইজন মটরসাইকেল চালককে।

আর ওই চালকের পীঠের সঙ্গে লাগানো হয়েছে হাল। আর কৃষক সেই আগের মতোই চাষ করছে জমি। আর উপরে লেখা হয়েছে ডিজিটাল হালচাষ। কাল্পনিক এই ছবিটিকে ঘিরে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই মজা করে বিভিন্ন কমেন্টসও করছে।

 

আরো সংবাদ