AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের প্রথম মহিলা কলেজ ‘প্রিন্সিপল উইমেন্স কলেজ’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৬ - ২০১৫ | ২: ৩৩ অপরাহ্ণ

26.12.15-9-300x158

নিজস্ব সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথে প্রথম মহিলা কলেজ প্রিন্সিপল উইমেন্স কলেজ প্রতিষ্ঠা হয়। উপজেলার দশঘর ইউনিয়নের বাগিছা বাজার সংলগ্ন কামালপুর এলাকায় এ কলেজের অবস্থান। কলেজটি প্রায় তিন বছর পূর্বে (২০১৩ সালে) নির্মিত হয়েছে। কলেজ প্রতিষ্টার পর থেকে স্বনামের সাথে লেখা-পড়া হচ্ছে। ধীরে ধীরে কলেজের মান বৃদ্ধি পাচ্ছে বলে এলাকাবাসী জানান। প্রতি বছর শিক্ষার্থী সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কলেজে রয়েছেন দক্ষ শিক্ষকমন্ডলী। ফলে শিক্ষার মানও ভাল। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কলেজটি পরিচালিত হয়ে আসছে। তবে উপজেলার আর কোনো ইউনিয়নে মহিলা কলেজ নেই। একমাত্র উপজেলা প্রথম মহিলা কলেজ প্রিন্সিপল উইমেন্স কলেজ। ইতিমধ্যে কলেজটি ব্যাপক সাড়া পেয়েছি। আগামী দিনে সকলের সহযোগিতা পেলে কলেজ আরও উন্নতি লাভ করবে বলে ধানরা করছেন এলাকাবাসী।

কলেজ সূত্রে জানাগেছে, ২০১৩ সালের এলাকার প্রবাসীদের অর্থায়নে প্রথম মহিলা কলেজ প্রিন্সিপল উইমেন্স কলেজ নির্মিত হয়। বর্তমানে কলেজ শিক্ষার্থী রয়েছেন ৬৪জন। আর তাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন দক্ষ সাত জন শিক্ষক। ২০১৫ সালে শতভাগ সাফল্য অর্জন করে এ প্রতিষ্টান।

এব্যাপারে কলেজের প্রিন্সিপাল ইসলামুজ্জামান বলেন, কলেজ প্রতিষ্টাকালিন থেকে ব্যাপক সাড়া পেয়েছে। এটি বিশ্বনাথের প্রথম মহিলা কলেজ। এলাকার প্রবাসীদের অর্থায়নে কলেজের সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে তিনি জানান।

আরো সংবাদ