
গোয়ালাবাজার কালীমন্দিরে নাম ও লীলা সংকীর্ত্তনে ভক্তদের ঢল
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৫ - ২০১৫ | ৪: ৩১ অপরাহ্ণ | সংবাদটি 472 বার পঠিত

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার সনাতন সংঘের কালী মন্দিরে বৃহস্পতিবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত তিন দিন ব্যাপী অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৫ ঘটিকায় শ্রী শ্রী ভাগবত গীতা পাঠ ও আলোচনার মধ্যে দিয়ে নাম ও লীলা সংকীর্ত্তন শুরু হয়। মহামিলন সম্প্রদায় এর পরিচালনায় বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুভ অধিবাস অনুষ্টিত হয়।
আজ শুক্রবার দুপুর ১২টা থেকে ভোগ আরতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণ চলছে। অষ্টপ্রহর ব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তনে আজ সকাল থেকেই নামছে ভক্তদের ঢল। সকালে প্রচন্ড কুয়াশা উপেক্ষা করে ভক্তরা আসছেন নাম শ্রবন করতে। প্রতি বছরের ন্যায় এবারও সনাতনী যুব সমাজের আয়োজনে কালী মন্দিরে ৫ম বার্ষিকী নাম ও লীলা সংকীর্ত্তনের আয়জন করা হয়।
উক্ত নাম ও লীলা সংকীর্ত্তনে অংশ গ্রহণ করছেন মহামিল সম্প্রদায়, শ্রীমতি লতিকা গোস্মামী, শ্রীমতি বিভা রানী রায়, শ্রীমতি মীরা দাশ (পলি) প্রমুখ। আগামীকাল শনিবার দধিরভান্ড ভাঞ্জনের নাম সংকীর্ত্তনের মধ্যেদিয়ে সমাপন ঘটবে তিন দিন ব্যাপী অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তনের।

