AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ওল্ডহাম ইক্বরা ইন্সটিটিউটের ইয়ার এন্ডিং সার্টিফিকেট সিরোমনি অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৫ - ২০১৫ | ১: ০১ পূর্বাহ্ণ

file

গ্রেটার ম্যানচেস্টারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওল্ডহাম ইক্বরা ইন্সটিটিউটের ইয়ার এন্ডিং সিরোমনি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর বুধবার স্কুল ক্যাম্পাসে দিনব্যাপি এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রদর্শনী, স্বরচিত কবিতা, নাশিদ, নাটিকা এবং কোরআন তেলাওয়াত করেন। এ সময় বিপুল সংখ্যক অভিভাবক তাদের সন্তানদের পারফমেন্স দেখার সুযোগ পান। সকাল এগারোটায় বিভিন্ন প্রতিযোগিতা শুরু হলে পরে বিকেল আড়াইটার দিকে বছরজুরে একাডেমিক ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সাফল্যের স্মারক তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল মাওলানা এফ কে এম শাহজাহান। ওল্ডহাম ইক্বরা ইন্সিটিটিউটের ই¦উকেন্ড ইনচার্জ নোমান আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহাম মস্ক কাউন্সিলের চেয়ার মুফতি হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি ও শিক্ষাবিদ আশরাফ মাহমুদ উজ্জল , বিশিষ্ট ক্যাটারার্স ও শিক্ষানুরাগী ইসলাম উদ্দিন ও ওল্ডহাম মুসলিম সেন্টারের সাবেক চেয়ার সৈয়দ বদরুল আলম। এতে বক্তব্য রাখেন ইমাম কবির হোসাইন, শিক্ষক আল আমিন ও শরিফ হোসাইন।

অনুষ্ঠানে আলিমি এডাল্ট গার্লস কোর্সে কৃতিত্ব অর্জন করায় তাহমিনা আক্তার, জামিয়া আক্তার ও ছাদিয়া শিফাকে এওয়ার্ড প্রদান করা হয়। আলিমি বয়েজ কোর্সে এওয়ার্ড লাভ করেন মাজেদ আহমদ, মুবিন আলী, এবং সৈয়দ আহসান ওমর। এছাড়াও হাফিজি কোর্সে সেরা ছাত্র-ছাত্রী, বেস্ট স্টুডেন্ট অব দ্যা ইয়ারসহ সকল শিক্ষার্থীর হাতে ইয়ার এন্ডিং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত ওল্ডহাম ইক্বরা ইন্সটিটিউটে বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন কোর্সে অধ্যয়ন করছে। কম সময়ে প্রতিষ্ঠানটির এমন সাফল্যে সন্তুষ্ট অভিভাবকরা শিক্ষার মান নিয়ে উচছসিত প্রশংসা করেন।

আরো সংবাদ