Search
Close this search box.

‘মানুষে অধিকার আদায়ে ইত্তেফাক সবসময় সোচ্চার’

Facebook
Twitter
WhatsApp

01205তজম্মুল আলী রাজু: ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট অফিসে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি ন্যায় সঙ্গত আন্দোলনে ইত্তেফাক যে ভূমিকা রেখেছে তা অবিস্মরণীয় হয়ে থাকবে। তারা বলেন, ইত্তেফাক গণমানুষের অধিকার, মাতৃভাষার মর্যাদা, সংস্কৃতি, গণতন্ত্র সমুন্নত রাখতে ও অসাম্প্রদায়িক চেতনা অটুট রাখতে শক্তিশালী ভূমিকা অব্যাহত রেখে চলছে। বক্তারা বলেন, ইত্তেফাক সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। তাই ইত্তেফাকের নিকট মানুষের প্রত্যাশাও বেশি। ইত্তেফাক প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনের খরব পরিবেশন করে পাঠকের চাহিদা পূরণ করে যাচ্ছে। নতুন প্রজন্মের খোরাক যোগাতে ইত্তেফাক এগিয়ে এসেছে যা অত্যন্ত ইতিবাচক। বক্তারা বলেন, মানুষে অধিকার আদায়ে ইত্তেফাক সবসময় সোচ্চার। বিশেষ করে জাতীয় ক্রান্তিলগ্নে ইত্তেফাক যে বিশেষ ভূমিকা পালন করে তা আমরা গভীর ভাবে পরখ করে থাকি। আমরা মনে করি জাতীয় প্রয়োজনে ইত্তেফাক বেঁেচ থাকুক কাল থেকে কালান্তর।

ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হুমায়ূন রশিদ চৌধুরী ও ফখরুল ইসলামের পরিচালনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, করিম উল্লাহ মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী আতাউল্লাহ সাকের, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইফতেখার আহমদ লিমন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পদাক সিরাজুল ইসলাম, মহানগর বিএনপি নেতা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার আলহাজ আহমদ আলী, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রির্পোটার মতিউল বারী চৌধুরী, দৈনিক ইত্তেফাকের দিরাই সংবাদদাতা হাবিবুর রহমান তালুকদার, বালাগঞ্জ সংবাদদাতা এফ.এম.আলী ফয়েজ, বিশ্বনাথ সংবাদদাতা তজম্মুল আলী রাজু, দক্ষিণ সুরমা সংবাদদাতা আহসান হাবীব, ওসমানীনগর সংবাদদাতা শিপন আহমদ, মো. আল-আমীন, জসিম উদ্দিন, উদয়ন নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মো. সিকন্দর আলী, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন, সিরাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম খান প্রমুখ। দুপুরে আনন্দঘন অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত