Search
Close this search box.

খালেদা জিয়ার খোলা চিঠি

Facebook
Twitter
WhatsApp

fileনিউজ ডেস্ক :: দীর্ঘ সাত বছর পর নৌকা বনাম ধানের শীষ মার্কায় লড়াই হবে ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী প্রচারণা। হামলা-মামলা হবে জেনেও দেশজুড়ে চলছে তুমুল প্রচারণাযুদ্ধ। দেশের ইতিহাসে এবারই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। দলীয় প্রতীকের এই নির্বাচনে শেষ মুহূর্তে এসে ব্যাপকভাবে প্রচারণায় নেমেছে বিএনপি। সারা দেশের বিভিন্ন পৌরসভা চষে বেড়াচ্ছে বিএনপির সাংগঠনিক টিম ও কেন্দ্রের সিনিয়র নেতারা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও ধানের শীষের প্রচারণা মাঠে নেমেছেন। এদিকে দীর্ঘদিন পর ধানের শীষ বনাম নৌকা মার্কায় ভোটযুদ্ধ হওয়ায় পৌরবাসীর উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিঠির শিরোণাম হচ্ছে- ‘পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন।’ চিঠিতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং গণতন্ত্র, মানবাধিকারসহ গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রায় দিতে ‘ধানের শীষে’ ভোট দিন। তিনি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সন্ত্রাস ও গণবিরোধী কর্মকাণ্ডে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। বিরোধীদলগুলোকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে দমননীতির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধী দলের বহু নেতাকর্মীকে বিনা কারণে আটক, নির্যাতন এবং পঙ্গু, গুম ও হত্যা করেছে। এমতাবস্থায় আপনাদের (ভোটার) একটি ভোট ফ্যাসিস্ট, অনৈতিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরো বেগবান করবে এবং স্বাধীন চিন্তায় ও মুক্ত দেশের পথে দেশকে এগিয়ে নিবে। জানা গেছে, বিএনপির বেশিরভাগ সিনিয়র নেতা এ মুহূর্তে বিভিন্ন পৌরসভায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করে নির্বাচনী কৌশল ঠিক করছেন তারা। পথসভা, কর্মীসভা, হাটে-বাজারে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বার্তা উৎকীর্ণ লিফলেট পৌঁছে দিচ্ছেন তৃণমূলে। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচন পরিচালনায় তিনটি মনিটরিং সেল এবং ১১টি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সেলের পক্ষ থেকে বলা হয়েছে- দলের প্রায় সব সিনিয়র নেতা এখন মাঠে। পথে পথে বাধা পেরিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে বিএনপির মনিটরিং সেলের ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা জানি সরকার সিটি করপোরেশন নির্বাচনের মতো আচরণ করবে। তবুও এবার শেষ পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তিনি বলেন, অতীতেও ব্যাপক ভোট কারচুপি হয়েছে। এবারো ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। ভোট নিয়ে উদ্ভুত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। জানা গেছে, গত চার দিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, তারাব, টাঙ্গাইলে গণসংযোগ করেছে গয়েশ্বর চন্দ্র রায় এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের নেতৃত্বে একটি দল। টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রচারণা শুরু করে টাঙ্গাইল সদর, ভূঞাপুর, গোপালপুর ও সর্বশেষ কালিহাতীতে গণসংযোগ করেন তারা। এই টিমে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। ওদিকে আজ বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বান্দরবানে নির্বাচনী প্রচারণা চালায় গয়েশ্বর চন্দ্র রায় ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নেতৃত্বে একটি দল। তারা সেখানকার বিভিন্ন স্থানে বিএনপির মেয়র প্রার্থী জাবেদ রেজার পক্ষে প্রচারণায় অংশ নেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামীম, উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং, জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ জেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মুন্সীগঞ্জ জেলার সদর, মীর কাদিম পৌরসভায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও যুবদলের নেতারা। জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক এবং অন্যান্য সিনিয়র নেতারা দুই পৌরসভায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান। চট্টগ্রাম বিভাগেও প্রচারণা চালাচ্ছে বিএনপির তিনটি প্রচারণা টিম। এর মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও মেজর. জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার প্রমুখ পৌর এলাকাগুলোতে ব্যস্ত সময় পার করছেন। স্থায়ী কমিটির সদস্য লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল রংপুর বিভাগে প্রচারণা চালাচ্ছেন। সেখানে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক এমপি বিলকিস ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও আক্তারুজ্জামান মিয়া প্রমুখ ভোট চাচ্ছেন এলাকায় গিয়ে। বরিশাল বিভাগে প্রচারণা চালাচ্ছেন বিভাগীয় টিমের আহবায়ক ও দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে একটি দল। এই দলে রয়েছেন কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরোয়ার, এ বি এম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্নু, সাবেক ছাত্রদল নেতা নূরুল ইসলাম নয়ন, হাসান মামুন প্রমুখ। রাজশাহী বিভাগে প্রচারণা চালাচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা। খুলনা বিভাগীয় টিম লিডার স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অসুস্থ থাকায় টিমের সদস্য সচিব মশিউর রহমানের নেতৃত্বে ওই এলাকায় প্রচারণা চলছে। সিলেট বিভাগে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত