AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুরে জনগনের মুখোমুখি ৩ মেয়র প্রার্থী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৪ - ২০১৫ | ২: ০৯ পূর্বাহ্ণ

Jagannathpur Pic 23-12- 2015

মো: আব্দুল হাই :: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দী ৩মেয়র প্রার্থী উন্নয়নের অঙ্গীকার করেছেন। “একটি রাস্টে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ন কোন পদ নেই” স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত বুধবার বিকেলে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে জনগনের মুখোমূখি অনুষ্টানে শতস্পূর্ত অংশ গ্রহনে ব্যতিক্রমী আয়োজনে পৌরবাসী সুজনকে অভিনন্দন জানান। নির্বাচনী আচরনবিধি মেনে চলা, নির্বাচিত হলে পৌরসভাকে কার্যকর ও জনকল্যানমূলক প্রতিষ্টান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, বিএনপির মেয়র প্রার্থী রাজু আহমদ, স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম। সুশাসনের জন্য নাগরিক সুজন জগন্নাথপুর উপজেলা আহবায়ক মানস রঞ্জন রায়ের সভাপতিত্বে ও সুজন সুনামগঞ্জ জেলা আহবায়ক মো: আব্দুল হালিম এবং অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফর ডটকম সম্পাদক অমিত দেব এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সুজন জগন্নাথপুর উপজেলা আহবায়ক কমিটির সদস্য বিজন কুমার দেব, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক প্রভাষক এনামুল কবির ইমন। অনুষ্টানে ৩প্রতিদ্বন্দী মেয়র প্রার্থী উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজ নিজ বক্তব্যে পৌরসভাকে ঘীরে তাদের প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরে আধুনিক ও উন্নত পৌরসভা গঠনের অঙ্গীকার করেন। পরে সুজন কর্তৃক প্রনীত ১৩দফা পড়ে লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন ৩মেয়র প্রার্থী। অনুষ্টানে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন মুন্না, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাইয়ুম, দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফর ডটকম বার্তা সম্পাদক আলী আহমদকে পরিচয় করিয়ে দেয়া হয়। জনগনের মুখোমূখি অনুষ্টানে ৩মেয়র প্রার্থীকে পৌরসভার নাগরিক সুবিধার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, ব্যবসায়ী মিন্টুরঞ্জন ধর, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, ব্যবসায়ী আহম ওয়ালী উল্ল্যাহ, এডভোকেট জুয়েল আহমদ, সমাজকর্মী ডা: নজরুল ইসলাম, ফজলুর রহমান, সিজিল আহমদ, আবুল হোসেন, আব্দুল মনাফ, সৈয়দ তুরন মিয়া, হুমায়ুন রশীদ, জাহাঙ্গীর আলম, রাশীদ আহমদ, ফারুক আহমদ, আবুল হোসেন প্রমূখ।

আরো সংবাদ