নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন-উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও গ্রামের ইদ্রিছ আলীর পুত্র আবদুল মতিন (৩৫)। বুধবার দুপুরে তাকে উপজেলার লকিখালি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ আবদুল হাই বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মারামারির মামলা রয়েছে। মামলা নং ২ (১.১২.১৫ইং)। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কেন্দ্রে করে উপজেলার ইলামেরগাঁও গ্রামের হাজী জমির আলী ও ফজলুল করিম রতনের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করে।