নিজস্ব প্রতিবেদক :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন ও আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহ.) এবং এলাকার মুর্দেগানের ইছালে ছওয়াব উপলক্ষে জনমঙ্গল ঈদগাহ কমিটির উদ্যোগে ১২ তম ইসলামী সুন্নী মহা-সম্মেলন ২৫ ডিসেম্বর শুক্রবার জনমঙ্গল ঈদগাহ মাঠ (রশীদপুরবাজার) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন মাহফিল কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ। সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা নেছার আহমদ চট্রগ্রাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জালালপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ. উ. ম আব্দুল মুনাঈম, ইকড় ছইড় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমিরউদ্দিন। এছাড়া সুন্নী সম্মেলনে দেশ বরণ্য উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করেছেন আয়োজন কমিটি।